হযরত আবু সাঈ’দ রদিয়াল্লহু আ’নহু (أبى سعيْدٍ رضى الله عنْه) বলেন রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এই হাদীসে কুদসী বর্ণনা করিয়াছেন যে, আল্লহ তায়া’লা এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কুরআন শরীফে মশগুল থাকা দরুন যিকির ও দোয়া করার সুযোগ পায়না আমি তাহাকে দোয়া করনেওয়ালাদের চেয়ে বেশি দান করি। আর আল্লহ তায়া’লার কালামের সম্মান সমস্ত কালামের উপর এরূপ যেরূপ স্বয়ং আল্লহ তায়া’লার সম্মান সমস্ত মাখলুকের উপর। (তিরমিযী)
No comments:
Post a Comment